ফ্রান্সে ৩৬০০ ব্যক্তি প্রতি বছর ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিসংখ্যানে দেখা গেছে, সে দেশে অত্যন্ত দ্রুতগতিতে ইসলাম এগিয়ে চলেছে। খ্রিস্টবাদের পর ইসলামই এখন সেখানে দ্বিতীয় ধর্ম। প্রতি বছর ৩৬০০ ব্যক্তি ফ্রান্সে ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে বলে পরিসংখ্যানটি দাবি করেছে। মুসলমানরা সে দেশের আইন-কানুন অধিক মেনে চলে বলেও পরিসংখ্যানটিতে ইঙ্গিত এসেছে। সেখানকার মুসলিম সমাজে অপরাধ সংঘটনের নজির খুবই কম। শুধু তাই নয় বরং মুসলমানরা সালাত সিয়াম, মদ্য-পান হতে বিরত থাকার বিধান সযত্নে পালন করে যেতে অভ্যস্ত।
শতকরা তেষট্টিজন মুসলিম - গবেষণায় এসেছে- জীবনে কখনো মদ্য-পান করেনি। আর তাদের মধ্যে শতকরা পঞ্চান্ন জন আগামী বছরগুলোতে হজ পালনের জন্য চেষ্টা করে যাচ্ছে। গবেষণার উপসংহারে এসেছে অধিকাংশ মুসলিম তরুণ ধর্ম চর্চায় খুবই মনোযোগী, যা ইসলামের প্রচারকে ত্বরাম্বিত করে দিয়েছে অনেকাংশে ।


তথ্যসূত্র : ইসলাম টুডে

No comments:

Post a Comment